শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

বিজেএসএ সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক মোস্তাফিজুর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের (বিজেএসএ) ২০২৬ মেয়াদের নির্বাহী কমিটি নির্বাচনে সিনিয়র জেলা ও দায়রা জজ (যশোর) মোহাম্মদ আলী হোসাইন সভাপতি এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে অনলাইন মাধ্যমে (ই-মেইলে) ভোট গ্রহন শুরু হয়ে চলে রাত পৌনে ৮টা পর্যন্ত।

ভোট গ্রহণ শেষে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জাটি) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পাবনার বিচারক মো. নূরে আলম।

নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, গোপালগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এবং ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক (যুগ্ম জেলা জজ) মুহা: মাসুদুজ্জামান, আইন কমিশনের অনুবাদ কর্মকর্তা (সিনিয়র সিভিল জজ) উজমা শুকরানা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের নির্বাচনে মোট ৮৮ শতাংশ ভোট জমা পড়েছে। মোট ভোটার ছিলেন ২ হাজার ১৩৮ জন। ভোট দিয়েছেন ১ হাজার ৮৯০ জন। এর মধ্যে ত্রুটিপূর্ণ ৭টি ভোট বাতিল হয়েছে। ২৭টি ই-মেইল লিংক খোলা থাকায় সেসব আবেদন গ্রহণ করা হয়নি।

বিজয়ী প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মোহাম্মদ আলী হোসাইন ভোট পেয়েছেন ১ হাজার ৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফারুক পেয়েছেন ৮৬২ ভোট। সহ-সভাপতি ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছন ১৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ২৩৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন ফেরদৌস আরা; ১ হাজার ১৬৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. আব্দুল মালেক; ১ হাজার ১৩৩ ভোটে তৃতীয় হয়েছেন শাম্মী হাসিনা পারভীন। এর পরের অবস্থানে যথাক্রমে রয়েছেন ফাহমিদা জাহাঙ্গীর; মো. ইয়াছির আরাফাত; মেহেদী হাসান মণ্ডল; মো. আব্দুছ সালাম; মোহাম্মদ হারুন-অর-রশীদ; শ্যাম সুন্দর রায় এবং মুনতাসির আহমেদ।

মহাসচিব পদে তিন জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১ হাজার ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুর রশিদ পেয়েছেন ৩৫৯ ভোট এবং হাবিবুল্লা মাহমুদ পেয়েছেন ২৫৮ ভোট।

যুগ্ম মহাসচিব ৫টি পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ১৪ জন প্রার্থী। এর মধ্যে ৯৯৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. তাজউল ইসলাম; ৮১১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ইফতি হাসান ইমরান; ৭৮৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন শাকিল আহমদ; চতুর্থ অবস্থানে ছগির আহমেদ এবং পঞ্চম অবস্থানে মো. আহসান হাবিব নির্বাচিত হয়েছেন।

৫টি সহকারী মহাসচিব পদে ৯ জন প্রতিদ্বন্দ্বীতা করে যথাক্রমে মো. আলমগীর হোসেন (শুভ); আব্দুল হান্নান (আফনান); জিয়া উদ্দিন আহমেদ; তাকিয়া সুলতানা এবং ইব্রাহিম খলিল মুহিম নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. কুদরাত-ই-খোদা; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অনন্যা রায়; দপ্তর সম্পাদক পদে মতিউর রহমান; সাংগঠনিক সম্পাদক এসএম শরিয়ত উল্লাহ; প্রচার সম্পাদক মো. মোস্তানছির রহমান; আপ্যায়ন সম্পাদক আবু তাহের তাহসান; তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মাহমুদুল হক নির্বাচিত হয়েছেন।

১৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন, নজুরুল ইসলাম, মো. মজনু মিয়া, মো. তুহিনুল ইসলাম, সাদিয়া ইসলাম, ফারজানা দিবা লিসা, শম্পা ইসলাম, মুহাম্মদ আলী তালহা, তনয় সাহা, মোস. শারমিন খাতুন, মোছা. মৌসুফা তানিয়া, মো. বায়জিদ রায়হান, মো. রায়হান, সরওয়ার কামাল, রোজিনা আক্তার, সোহেল রানা এবং মোসা. জান্নাতুল নাইম মিতু।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর