আসন্ন ১৩ তম জাতীয় নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয় বরং এবারের নির্বাচন সংস্কারের পক্ষে ও বিপক্ষের নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, একটি দল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এবং আরেকটি দল ধর্ম নিয়ে কার্ড খেলে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রুপায়ন টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোর কারণে সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
২৪ জন প্রবাসীকে মুক্তি দেয়াকে খুশির সংবাদ জানিয়ে দলের আহবায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে। আগামী নির্বাচনেও তারা সে ধরনের বন্দোবস্ত করছে।
এসময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী জানান, খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টি দায়ী। এদের ঠেকাতে বিএনপি ও জামায়াতকে শক্ত অবস্থান নিতে হবে।
জাতীয় পার্টির নেতারা এখনো কেনো জেলে যায়নি, সরকারের কাছে সে প্রশ্নও রাখেন নাসির উদ্দিন পাটওয়ারী