শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

ইতালির ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তন আসছে

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

ইতালির ভিসা নীতিমালায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। এতে শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত হলেও পারিবারিক পুনর্মিলন ভিসা পেতে সময় বেশি লাগবে বলে জানা গেছে। এমনকি দীর্ঘদিন বৈধভাবে কাজ করেও যারা মালিক পাননি তাদের বিষয়েও নতুন করে ভাবছে ইতালি সরকার।    

সম্প্রতি এনিয়ে দেশটির পার্লামেন্টে লেগা সমর্থিত দলের আবেদনের ভিত্তিতে ভোট প্রদান অনুষ্ঠিত হলে ১৩১ ভোট পেয়ে নিম্নকক্ষে অনুমোদন পেয়েছে এ সংশোধনী আইন। যদিও এর বিপক্ষে ছিলো ৭৫ টি ভোট এবং ৭ জন কোন মন্তব্য জানায়নি। যদিও ইতোমধ্যে শুধুমাত্র একটি আইনের অনুমোদন দিয়েছে সিনেট।

নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ইতালিতে পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বৈধ স্ত্রী/স্বামী এবং নাবালক সন্তানরা। বাবা-মা, প্রাপ্তবয়স্ক সন্তান অথবা অন্যান্য পরিবারের সদস্যদের জন্য আর এই পথে ইতালিতে প্রবেশ করা সম্ভব হবে না। এছাড়াও পারিবারিক পুনর্মিলন ভিসার নুল্লাওস্তা প্রদানের সময়সীমা ৯০ দিন থেকে ১৫০ দিন পর্যন্ত করা হয়েছে।

তবে কর্মীর জন্য আবেদন জমা দেওয়ার পর ৩০ দিনের মধ্যে নুল্লাওস্তা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। আর প্রশিক্ষণ বা শিক্ষা কর্মসূচি শেষ করার পর ভিসার আবেদন জমা দেওয়ার সময়সীমা পরীক্ষামূলকভাবে ১ বছর করা হয়েছে, যা ২০২৭ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। সেইসাথে ভিসা আবেদনে নিয়োগদাতার চাকরির নিশ্চয়তা-পত্রের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

মানবপাচার, যৌন বা অবৈধ শ্রমশোষণের শিকার ব্যক্তিদের এখন থেকে ৬ মাসের বদলে ১২ মাসের জন্য বৈধতা প্রদানের কথা রয়েছে নতুন এ আইনে। প্রয়োজনে মেয়াদ আরও বাড়ানো যাবে, যাতে তাদের সামাজিক ও কর্মজীবনে পুনঃসংহতি নিশ্চিত করা যায়।

এছাড়াও ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর সর্বোচ্চ ১০,০০০ বিদেশি শ্রমিককে কোটার বাইরে বিশেষ অনুমতিতে ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে। এদেরকে প্রতিবন্ধী, প্রবীণ ব্যক্তি অথবা ০ থেকে ৬ বছর বয়সী শিশুদের যত্ন–সহায়তায় নিয়োজিত করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর