আগামী দিনে বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ও সুসংহত হবে। সেইসাথে, যে সরকারই আসুক ভুটান তার সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৩ নভেম্বর) রাতে ঢাকাস্থ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ভুটানের প্রধানমন্ত্রী ড্যাশো শেরিং তোবগে এবং বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন অত্যন্ত গণতান্ত্রিক পরিবেশে হবে আর বাংলাদেশে ভুটানের সম্পর্ক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ হবে। বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খাঁন এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
দ্বিপাক্ষিক স্বার্থ, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে বলে দলীয় সূত্র জানা যায়। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বলেও জানান তিনি।