রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের সাথে সুপার ওভারের নাটকীয় ম্যাচে জয়ী হয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান শাহিনস।
রোববার ( ২৩ নভেম্বর) দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে শেষ ওভারে শেষ বলে দরকার ছিল ২ রানের। তবে ১ রান নেওয়া ম্যাচ সুপার ওভারে গড়ায়।
এদিন বাংলাদেশ ১২৬ রানের লক্ষ্যে নিয়ে ব্যাট করতে নামে। ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ‘এ’ দল। এরপর অবিশ্বাস্যকিছুই করলেন রিপন মণ্ডল। পাকিস্তান শাহিনসের ইনিংসে বল হাতে ৩ উইকেট নেওয়া পেসার ব্যাট হাতেও খেললেন ১১ রানের ইনিংস। আরেক পেসার আবদুল গাফফারও (১৬*) সাহায্যের হাত বাড়ালেন। ১৯তম ওভারে ২০ রান তুললেও অবশ্য শেষ ওভারে ৭ রানের সমীকরণ মেলাতে পারেননি তারা। তবে শেষ বলে ১ রান নিয়ে ম্যাচটা টাই করে সুপার ওভারে নিয়ে যায়।
পরে সুপার ওভারে ব্যাট করতে নেমে ৬ রান করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে, ব্যাট করতে নেমে পাকিস্তান শাহিনস সহজেই জয় তুলে নিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন।