চলতি বছরের নভেম্বরের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার ৪৬ কোটি টাকা।
রোববার ( ২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংস্থার তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকে এসেছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার। বিদেশি খাতের ব্যাংকগুলোতে এসেছে ৪০ লাখ ৫০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ১৬ থেকে ২২ নভেম্বর দেশে আসে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগের সপ্তাহে, ৯ থেকে ১৫ নভেম্বর এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার। ২ থেকে ৮ নভেম্বর এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার এবং মাসের প্রথম দিন এসেছে ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে অক্টোবর মাসে রেমিট্যান্স আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে আসে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।