শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হচ্ছেন না ড. এম মাসরুর রিয়াজ।
আজ শনিবার (১৭ আগস্ট) মাসরুর নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৪ আগস্ট নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।
বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম গত ১১ আগস্ট রাতে পদত্যাগপত্র দেওয়ার পর পদটি শূন্য হয়।