শমিত আসছেন জেনে স্থানীয় গণমাধ্যমের ভিড়, স্বজন, বন্ধুদের ভিড় বাড়ে তার বাড়িতে। সেখানেই মেটান সবার অবদার। জানান প্রতিক্রিয়া। বলেন, ‘শ্রীমঙ্গল এসে অনেক ভালো লাগছে। আমি তো তিনবার (জাতীয় দলে সুযোগ পাওয়ার পর) আসলাম বাংলাদেশে। এখানে আসতে পারি নাই আগে। এবার এখানে সময় কাটাতে পেরে খুশি লাগছে।’ শ্রীমঙ্গলে ফিরে শমিত বলেন, ‘এখানে এসে খুব ভালো লাগছে। এবার আসতে পেরে খুশি।’
বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পার না করলেও দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তিনি। শমিত বলেন— ‘প্রতিটি ম্যাচে আমরা উন্নতি করছি। পারফরম্যান্স ভালো হলেও রেজাল্ট আমাদের পক্ষে আসছিল না। শেষমেশ গতকাল আমরা জিতেছি। আগামি মৌসুমে সাফ, এরপর আবার এশিয়ান কাপ ও বিশ্বকাপ—এই লক্ষ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে গড়ে উঠছি।’
এবার এশিয়ান কাপ বাছাইপর্ব পেরোতে পারেনি বাংলাদেশ। তবে হামজা চৌধুরী, শমিতরা আসায় নতুন উদ্দীপনা ঠিকই তৈরি হয়েছে ফুটবলে। শমিতের কন্ঠেও ইতিবাচক সুর, ‘আমরা একটু একটু করে প্রতি ম্যাচে উন্নতি করছি।


































































