শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

ধানমন্ডি ৩২ নম্বরে ধাওয়া পাল্টা ধাওয়া, থেমে থেমে সাউন্ড গ্রেনেড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়ক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ ছাত্র-জনতার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ থেমে থেমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৩২ নম্বর সড়কের প্রবেশমুখ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষ পুরোপুরি গুঁড়িয়ে দিতে যায় একদল বিক্ষোভকারী। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ঘটনাস্থলে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা।

দুপুরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হলে বিক্ষোভকরীরা ফের সংঘটিত হয়ে বাড়িটির ভেতরে ঢুকতে যায়। তখন আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

বিকাল সাড়ে চারটার দিকে ওই এলাকায় থেমে থেমে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ অবস্থায় আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন। ওই এলাকায় যান চলাচল কার্যত বন্ধ রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর