দেশের সাধারণ মানুষ সনদ বা গণভোট বোঝেন না বক্তব্যে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
তিনি বলেন, এসব বোঝেন উচ্চ শিক্ষিত মানুষ। আমরা পরিবর্তন ও সংস্কার করতে রাজি আছি। তবে যেগুলোর সঙ্গে একমত নই, সেগুলো সংসদে গিয়ে পাস হবে।
আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৭ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় শেষ নির্বাচন করে আমৃত্যু মানুষের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। আহবান জানান, শেষবারের মতো তাকে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতার।
সভায় সভাপতিত্ব করেন ১৭ নম্বর জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ।