রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

বিপুল ভোটে এশিয়ান আর্চারির সভাপতি হলেন বাংলাদেশের চপল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়া-এর সভাপতি হিসেবে। এর আগে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো তিনি দুই মেয়াদে সংস্থাটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আজ শনিবার ( ৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় সংস্থাটির কংগ্রেস। এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ভোটে সভাপতি পদে লড়াই হয় দুই প্রার্থীর মধ্যে; বাংলাদেশের চপল ও দক্ষিণ কোরিয়ার চুং ইউ সানের।

দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান দীর্ঘদিন ধরে এশিয়ান আর্চারির সভাপতির দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি বিশ্বখ্যাত হুন্দাই গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে এবার তিনি উপস্থিত না থেকে অনলাইনে ভোটে অংশ নেন।

ভোট গণনায় দেখা যায়, চপল পান ২৯ ভোট, আর চুং ইউ সান পান ৯ ভোট। বিপুল ব্যবধানে জয়ের পর কংগ্রেস হলে উপস্থিত সদস্যরা দাঁড়িয়ে হাততালি দিয়ে বাংলাদেশের এই সংগঠককে অভিনন্দন জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর