রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের জলকামান,লাঠিচার্জ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

রাজধানীর শাহবাগ অভিমুখে  তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের  পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এতে শিক্ষক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে।

আজ শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সকালে সারাদেশ থেকে আসা শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচি থেকে তারা দাবি জানান, মানুষ গড়ার কারিগরদের তৃতীয় শ্রেণিতে রেখে উন্নত জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।

তাদের অভিযোগ, পদোন্নতির যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক আজীবন একই পদে থেকে যাচ্ছেন।

অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত হন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পরও শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া জনগণের সঙ্গে গাদ্দারি।

দাবি পূরণ না হলে আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষকদের তিন দফা দাবি হলো– সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া সংক্রান্ত সমস্যার সমাধান; শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর