রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

গণভোট আলোচনায় বিএনপি সাড়া না দেয়া আগের সরকারের মতো আচরণ: জামায়াত নেতা আযাদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:১০ অপরাহ্ন

গণভোট ইস্যুতে জামায়াতের আহ্বানে সাড়া না দেয়ার কথা জানিয়েছে বিএনপি। এটা আগের সরকারের মতো আচরণ। আশা করি একসাথে আলোচনায় বসবো। তবে বিএনপি ডাকলে জামায়াত যাবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। 

আজ শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংলাপে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা জামায়াত চাপিয়ে দিচ্ছে না। এটা সরকারের প্রতিশ্রুতি। জুলাই সনদ আর সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া আলাদা। বাস্তবায়নের ওপর কোনও সাক্ষর হয়নি। সরকার সেই উদ্যোগ নেয়ার কারণেই বিরোধ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, একই দিনে গণভোট হলে অনেক সমস্যা হবে। ভোটের দিন অনেকে প্রভাব বিস্তার করে। সেখানে সনদ উপেক্ষিত হবে। অনিয়মের কারণে ভোট স্থগিত হলে কি হবে? আর ডাবল ভোট হলে সময় বেশি লাগবে এবং কাস্টিং কম হবে। এ সময় প্রেশারগ্রুপ হিসেবে নয় জামায়াত জনমতের জন্য আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর