শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর জাহানারা ইস্যুতে সরব মাশরাফি ক্রিকেটার জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি মনজুরুলের জাপানের ১ কোটি শ্রম ঘাটতি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ ৭৫-এর পরেই রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা হয়: উপদেষ্টা আসিফ মাহমুদ জকসু নির্বাচনের খসড়া তালিকায় ভোটার ১৬ হাজার ৭২৫ জন যারা নির্বাচনের আগে গণভোটের চাপ দিচ্ছে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব শফিকুল আলম

ক্রিকেটার জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি মনজুরুলের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন সাবেক পেসার জাহানারা আলম। তবে অভিযোগগুলো সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন মনজুরুল।

সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আযিমের সাথে ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, ২০২২ সালের নারী বিশ্বকাপ চলাকালীন মনজুরুল ইসলাম তাকে অশালীন আচরণের মাধ্যমে মানসিকভাবে বিপর্যস্ত করেছিলেন। তিনি বলেন, “উনি একদিন আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।”

এছাড়া আরও একটি ঘটনায় জাহানারা দাবি করেন, “বিশ্বকাপের কিছু ম্যাচে আমরা যখন লাইনে হ্যান্ডশেক করতাম, তখন তিনি (মনজুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।”

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বর্তমানে চীনে থাকা মনজুরুল ইসলাম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে বলেন, “সবই মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।

এই অভিযোগের পর বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, তারা বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে।

আজ শুক্রবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের জানান, সরকারের পক্ষ থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, “যেহেতু এটি ফৌজদারি অপরাধের আওতাধীন, যদি তিনি আইনি ব্যবস্থা নিতে চান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।”

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, “যৌন হয়রানির অভিযোগ নতুন কিছু নয়। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যেন কেউ এ ধরনের অপরাধ করে পার না পায়।”

বিসিবির তদন্ত কমিটি ও সরকারি উদ্যোগের পর এখন সবার নজর রয়েছে এই অভিযোগের সত্যতা যাচাই ও পরবর্তী পদক্ষেপের দিকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর