জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকায় ভোটার সংখ্যা ১৬ হাজার ৭২৫ জন।
আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওয়েবসাইটে ([https://jnucsu.jnu.ac.bd/voters](https://jnucsu.jnu.ac.bd/voters)) প্রকাশ করা হয়েছে।
খসড়া তালিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটের মধ্যে সর্বাধিক ভোটার ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে এবং সর্বনিম্ন ভোটার ভাস্কর্য বিভাগে।
তালিকা অনুযায়ী বাণিজ্য অনুষদে ৩ হাজার ১৪৫ জন, কলা অনুষদে ৩ হাজার ৩৮ জন, সামাজিক বিজ্ঞান অনুষদে ৩ হাজার ৪১২ জন, বিজ্ঞান অনুষদে ২ হাজার ৩৭৯ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে ২ হাজার ৭০৯ জন, আইন অনুষদে ৯৯০ জন, চারুকলা অনুষদে ৪৭৬ জন এবং ২টি ইনস্টিটিউটে ৫৭৬ জনসহ মোট ভোটার ১৬ হাজার ৭২৫ জন।
খসড়া তালিকায় অনুষদভিত্তিক ভোটার সংখ্যার মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে সর্বাধিক ৯৭০ জন এবং ভাস্কর্য বিভাগে সর্বনিম্ন ৭৫ জন ভোটার রয়েছে।
প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে খসড়া ভোটার তালিকা পাঠানো হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে ৯ থেকে ১১ নভেম্বরের মধ্যে। আপত্তি যাচাই-বাছাই শেষে ১২ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
এদিকে, অনেক বিভাগের স্নাতকোত্তর শ্রেণির অসম্পূর্ণ ক্রেডিটধারী বা পুনরায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের নাম তালিকায় না থাকলেও, কিছু বিভাগে স্নাতকোত্তর শ্রেণির ফল প্রকাশের পরও তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, বিভাগগুলোর তথ্য হালনাগাদ না থাকায় খসড়া ভোটার তালিকায় কিছু অসংগতি হয়েছে। আশা করছি, আগামী রোববারের মধ্যে তা সমাধান হবে।
তিনি আরও বলেন, কেউ যদি মনে করেন তাঁর নাম তালিকায় বাদ গেছে, তবে নিয়ম মেনে আপত্তি জানাতে পারবেন। যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথমবারের মতো জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।-ইত্তেফাক