সফরকারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচটিও হেরেছে টাইগাররা। ৫ উইকেটের জয় নিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে ক্যারিবীয়রা।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে একাই লড়েছেন তানজিদ তামিম। ৬২ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর। সাইফ হাসান করেন ২২ বলে ২৩ রান। বাকি ব্যাটাররা একে একে ফিরেছেন প্যাভিলিয়নে।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৬ ওভার ৫ বলেই জয় নিশ্চিত করে। দলের পক্ষে আকিম অগাস্টে ২৫ বলে ৫০ ও রোস্টন চেস ৫০ রান করেন। দুজনের ৯১ রানের জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ক্যারিবীয়দের হাতে।
বাংলাদেশের হয়ে শেখ মেহেদি, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন শুরুতে কিছুটা ভালো বোলিং করলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মেহেদি ফেরান আলিক আথানজেকে, নাসুম ফেরান ব্রেন্ডন কিংকে, আর রিশাদ আউট করেন আমির জাঙ্গুকে। তবে পরে আর কেউই চাপ ধরে রাখতে পারেননি।
এর আগে ইনিংসের শুরুতে ওপেনার পারভেজ ইমন ১০ বলে ৯ রান করে আউট হন। তিন নম্বরে নেমে ৯ বলে ৬ রান করেন লিটন দাস। উইকেটে থেকে তানজিদ একাই লড়াই চালালেও অন্য প্রান্ত থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে দল। শেষ পর্যন্ত ১৫১ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
ফলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— কোনো বিভাগেই প্রতিযোগিতামূলক পারফরম্যান্স দেখাতে না পেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জার হোয়াইটওয়াশের মুখে পড়েছে বাংলাদেশ।