আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে। এখন দেখি আসিফ নজরুল কোর্টে কত বড় বল ফেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এখন দেখি উনি বাংলাদেশের মানুষের প্রয়োজনটা কতটুকু পূরণ করে দিতে পারেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শহীদ মিনারে গণঅভ্যুত্থানে আহতদের পরিবারের সামনে জুলাই সনদে স্বাক্ষর করতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, সকল শহীদ ফ্যামিলিকে ডাকবেন, ডেকে তাদেরকে বলবেন–তোমাদের রক্তের ওপরে আমি বসেছিলাম। তোমাদের যে পাওনা, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি। এর মধ্যে ড. ইউনূসের এক্সিট প্ল্যান। এ ছাড়া ড. ইউনূসের কোনো এক্সিট প্ল্যান নেই।
এনসিপি নেতা বলেন, ‘বাংলাদেশের যেসব সৈনিক ভাই রাজপথে নেমে এসেছিল, আমরা সরকারকে বলবো, আপনারা এই সৈনিকদের পুরস্কৃত করুন। আপনারা দেখবেন, তাদের মুখ শুকিয়ে গেছে সারাদিন ডিউটি করে, একটার পর একটা সমস্যা সমাধান করে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, সৈনিক যারা রয়েছেন, তাদের পুরস্কৃত করুন। তাদের বেতন ভাতা বাড়িয়ে দিন। যারা অপরাপর পেশাজীবী আছেন, তারা যেসব দাবি নিয়ে আসছেন, দাবিগুলো পূরণ করুন।’
নাসীরুদ্দীন বলেন, ‘রাষ্ট্রের একটি সিস্টেমেরও কোনো পরিবর্তন হয়নি। এই গণ অভ্যুত্থানে আহতরা পর্যন্ত চিকিৎসা পান না।’
তিনি বলেন, ‘আপনারা বলছেন, ভবিষ্যতে সংস্কার করবেন, তাহলে আজকে তো আপনাদের সামনে সংস্কার প্রস্তাব রয়েছে, এগুলোতে কেন সাইন করছেন না? কেন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন না। এসব ভন্ডামি আপনাদের বন্ধ করতে হবে। বাংলাদেশের তরুণরা এ বিষয়ে যথেষ্ট সচেতন। এদের আপনারা কলা দেখাতে পারবেন না।’