কাৎজের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমি সেনাবাহিনীর সুপারিশ মেনে ৭ অক্টোবরের ঘটনার পর প্রথমবারের মতো অভ্যন্তরীণ ফ্রন্টে বিশেষ জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’
বিবৃতিতে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত দেশের দক্ষিণাঞ্চলের ‘নতুন নিরাপত্তা বাস্তবতাকে’ প্রতিফলিত করে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এ ঘোষণা আসে, যা ১০ অক্টোবর থেকে বেশিরভাগ ক্ষেত্রেই বজায় আছে।
এ জরুরি অবস্থা দক্ষিণ ইসরায়েলের গাজা থেকে প্রায় ৮০ কিলোমিটার এলাকা পর্যন্ত কার্যকর ছিল। এর ফলে প্রশাসন জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারত।