দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলাকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’ নামের বিমানবাহী রণতরী এবং সহায়ক যুদ্ধজাহাজগুলোকে মার্কিন দক্ষিণ কমান্ড অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছে।
শুক্রবার ( ২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানায়, এই সিদ্ধান্তে লাতিন আমেরিকা অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ও বিমান শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, ‘দক্ষিণ কমান্ড এলাকায় মার্কিন বাহিনীর বাড়তি উপস্থিতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোরদার করবে এবং পশ্চিম গোলার্ধে নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুণ্নকারী অবৈধ কার্যক্রম শনাক্ত, পর্যবেক্ষণ ও দমন করতে সহায়তা করবে।’
তবে তিনি জানাননি, কখন রণতরীটি ওই অঞ্চলে পৌঁছাবে বা মোতায়েন শুরু হবে।সূত্র: আল-আরাবিয়া