বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা দেওয়ায় ইতালির রোমের মেয়রকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা দেয়ার জন্য রোমের মেয়র রবার্তো গুয়ালতিরিকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।  

তিনি বলেন, ইতালিতে বাংলাদেশিরা দেশটির সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে এখানকার সমাজ ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সোমবার (রোম সময়) রোম সিটি কর্পোরেশন কার্যালয়ে রোমের মেয়রের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশি অভিবাসীদের এত সুন্দরভাবে দেখভাল করার জন্য ধন্যবাদ।’

তিনি বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা ইতালির অর্থনীতিতে যেমন অবদান রাখছেন, তেমনি দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘তারা এখন এখানকার সংস্কৃতির অংশ হয়ে গেছেন। ইতালির শীর্ষ রেস্তোরাঁগুলোর অনেক রাঁধুনিই বাংলাদেশি।’

রোমের মেয়র গুয়ালতিরিও রোমের বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি প্রবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

তিনি অধ্যাপক ইউনূসকে তাঁর কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। ঐতিহাসিক রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষের মাঝে অবস্থিত এ কার্যালয় জুলিয়াস সিজারের আমলের নিদর্শনের অংশ।

মেয়র গুয়ালতিরি প্রধান উপদেষ্টাকে প্রাচীন রোমান সেনেট ভবন ও আশপাশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখান।

বৈঠক শেষে তিনি অধ্যাপক ইউনূসকে একটি স্মারক ফলক উপহার দেন। ফলকটিতে খোদাই করা আছে রোমান সম্রাট ও দার্শনিক মার্কাস অরেলিয়াসের প্রতিকৃতি। সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ কয়েকজন বিশ্বনেতাকেও এ স্মারক প্রদান করা হয়েছে।

দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা বিশেষত রোমে বর্তমানে বসবাসরত ৫০ হাজারেরও বেশি বাংলাদেশির উপস্থিতির প্রেক্ষাপটে রোম ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের গুরুত্বের ওপর জোর দেন।

বৈঠকে উভয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, নিরাপদ অভিবাসন এবং ভবিষ্যতে ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর