শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন দিনাজপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেপ্তার ২৪ ঘণ্টায় হাদি হত্যার অগ্রগতি না জানালে আবারও শাহবাগ অবরোধঃ ইনকিলাব মঞ্চ ওসমান হাদি হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ময়মনসিংহে হিন্দু যুবক হত্যার ঘটনায় আরও ৩ জনসহ গ্রেপ্তার ১০ এ কে খন্দকারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকার মারা গেছেন বাংলাদেশি ৬ শান্তিরক্ষীর মরদেহ পৌঁছেছে, জানাজা কাল

মিরপুরে বাসে আগুন দেয়ার ঘটনায় দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন

রাজধানী মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের বাসে আগুন ও গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

আজ শনিবার (৪ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত দুইজন হলেন, নেছার ও দীপু। তবে এ ঘটনার মূল অভিযুক্ত গাংচিল বাহিনীর পিন্টু এখনো পলাতক রয়েছেন।

প্রথামকিভাবে নাশকতা মনে হলেও অভিযোগ রয়েছে, গত ৬ মাস ধরে আলিফ পরিবহনের মালিকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো পিন্টু গ্রুপের নেছারসহ কয়েকজন। চাঁদা না পেয়ে ফাঁকা গুলি করে বাসটিতে আগুন দেয় তারা। এছাড়া, চাঁদা চাওয়ার একটি অডিও রেকর্ডও পাওয়া গেছে।

গোয়েন্দা পুলিশ জানায়, পিন্টুসহ এই চক্রের বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকালে মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসকে থামায় কয়েকজন যুবক। এরপর ফাঁকা গুলি করে একে একে সব যাত্রীকে নামিয়ে দেয় তারা। পাশাপাশি বাসের স্টাফদের মারধরও করা হয়। একপর্যায়ে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর