গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় গাজার পথে যাত্রাকালে ইসরায়েলি সেনারা অন্তত ১৩টি নৌযান আটক করেছে। আটক নৌযানগুলোতে ৩৭ দেশের ২০১ জনেরও বেশি মানুষ ছিলেন। তাদের মধ্যে ৩০ জন স্পেনের, ২২ জন ইতালির, ২১ জন তুরস্কের এবং ১২ জন মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।
ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানিয়েছেন, এখনো প্রায় ৩০টি নৌযান ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজায় পৌঁছানোর জন্য সংগ্রাম করছে।
ঘটনাটির প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে—অঙ্কারা, মেক্সিকো সিটি, বোগোতা, বুয়েনস আইরেস ও মাদ্রিদসহ বিভিন্ন শহরে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরায়েল “নিরস্ত্র বেসামরিক লোকজন ও জীবন রক্ষাকারী মানবিক সহায়তা বহনকারী জাহাজের ওপর ভয়ভীতি ও জবরদস্তি” চালিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।