ভোটের আগে সান্দু ব্যাপক রুশ হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন যে, ইউক্রেন ও রোমানিয়ার পাশে অবস্থিত তার দেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে।
সান্দুর ‘পার্টি অব অ্যাকশন অ্যান্ড সলিডারিটি’ (পিএএস) দলের নেতা ইগর গ্রোসু বলেছেন, এটি “অত্যন্ত কঠিন লড়াই” ছিল এবং রাশিয়া নির্বাচনে তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে।
১.৬ মিলিয়ন ভোটের মধ্যে ৯৯.৯ শতাংশ ভোট গণনা শেষে, পিএএম ৫০ শতাংশ ভোট পেয়েছে। দলটি ইইউপন্থী। আর রুশপন্থী ‘পেট্রিয়টিক ইলেকটোরাল ব্লক’ পেয়েছে ২৫ শতাংশ ভোট।
প্রধান বিরোধী নেতাদের মধ্যে একজন ইগর দোদোন, তিনি ফলাফল আসার আগেই জয়ের দাবি করেন এবং সোমবার সংসদ ভবনের বাইরে বিক্ষোভের আহ্বান জানান।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, “আপনারা আপনাদের পছন্দ স্পষ্ট অনুযায়ী ভোট দিয়েছে। গণতন্ত্র ও স্বাধীনতার জয় হোক।’
সূত্র: বিবিসি