বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

স্ত্রীকে হত্যা করলেন স্বামী, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

ঢাকার দোহারের বিলাসপুরের কুতুবপুর এলাকায় পারিবারিক কলহের জেরে বিষ খেয়ে স্ত্রী জয়গন বেগমকে (৪৭) কে ছুরিকাঘাত করেন আইয়ুব আলী হাওলাদার (৫২) নামে এক ব্যক্তি। খবর পেয়ে তার ছেলে সাগর ঘটনাস্থলে এসে একই ছুরি দিয়ে বাবাকে আঘাত করলে গুরুতর আহত হন আইয়ুব আলী। স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়গন বেগমকে মৃত ঘোষণা করেন এবং আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করলে পথেই মৃত্যু হয় তার।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে আইয়ুব আলীর ২য় স্ত্রী জয়গণের সাথে পারিবারিক কলহ চলছিলো। বৃহস্পতিবার দুপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কিটনাশক খেয়ে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

এসময় ঘটনাস্থলে এসে তার ছেলে সাগর মাকে রক্তাক্ত অবস্থায় দেখে বাবাকে একই ছুরি দিয়ে আঘাত করে আহত করেন বলে অভিযোগ করেন আইয়ুব আলীর স্বজনরা। এর দুই ঘণ্টা পর আইয়ুব আলীর মৃত্যু হয়। তবে নিহত জয়গনের স্বজনদের দাবি আউয়ুব আলী নিজেই আত্মহত্যার চেষ্টা করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে দোহার থানা পুলিশ।

দোহার থানার ওসি হাসান আলী জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর