রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। একই সঙ্গে বিমান বাহিনীর টাস্ক ফোর্স সদস্যদের ব্যারাকে ফেরত পাঠাতে বলা হয়েছে।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় পুলিশের আইজিপি বাহারুল আলম, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একক নিয়ন্ত্রণে চলবে। এপিবিএন দ্রুত টার্মিনাল ভবনের ভেতরে দায়িত্ব গ্রহণ করবে, বিমান বাহিনীর টাস্ক ফোর্স দায়িত্ব শেষে ফিরবে, সব বিমানবন্দরে প্রতি সপ্তাহে নিরাপত্তা সভা হবে এবং বেবিচকের কাঠামোগত সংস্কারের সুপারিশ করা হবে।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানে গত বছরের অগাস্টে পট-পরিবর্তনের পর আন্দোলনের অংশ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত হাজারখানেক আনসার এক রাতে দায়িত্ব ফেলে চলে যাওয়ার পর গত বছরের আগস্টে বিমান বাহিনীকে বিমানবন্দরের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল। তবে এক বছরের দ্বন্দ্ব ও রেষারেষির পর এবার এ দায়িত্ব এপিবিএনের হাতে ফিরিয়ে দেওয়া হলো।
সরকার এরই মধ্যে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে ‘এয়ার গার্ড অব বাংলাদেশ (এজিবি)’ নামে নতুন বাহিনী গঠনের উদ্যোগও নিয়েছে।