জেন-জিদের বিক্ষোভে সরকার পতনের পর নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন এবং তিনি শুক্রবার রাতে শপথ নেবেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।
প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।’
তিনি আরো জানান, ‘কার্কির স্থানীয় সময় রাত ৯টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।’
জেন-জি আন্দোলনে অংশগ্রহণকারী নিমেশ শ্রেষ্ঠা জানান, বিক্ষোভকারীরা সাবেক বিচারপতির পক্ষেই রয়েছে।