‘মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন-পিয়াসসহ কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা দেশে ফিরলে তাদের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।’
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালপুর গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্প ঘুরে দেখার পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা একটা ঘোষনা দিয়েছি যে অবৈধ অস্ত্রের ব্যাপারে আপনারা আমাদের খবর দেন, তাইলে আমরা ধরে ফেলবো। যারা খবর দেবে তাদের আমরা ওইটা (পুরষ্কার) পরিশোধ করবো এবং আপনাদের পরিচয় গোপন রাখবো।’
পরিদর্শনকালে ক্যাম্পের সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি ঢাকা রেঞ্জ রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, ওসি আনোয়ার আলম আজাদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।