আজ বুধবার (২৭ আগস্ট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮টা ৪০ মিনিটে অবতরণ করে সফরকারী দলটি। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় তারা এবং এরপর পৌঁছায় সিলেটে।
বাংলাদেশ সফরে এটিই নেদারল্যান্ডসের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। সফরে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট, পরের দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।