চলতি বছরের আগস্ট মাসের প্রথম ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার ৪২০ কোটি টাকা।
আজ রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিকতা বজায় থাকলে আগস্ট মাস শেষে মোট রেমিট্যান্স ২ দশমিক ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। হুন্ডি প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতির ফলে রেমিট্যান্সে এই গতি ফিরে এসেছে।
এর আগে সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলারের চেয়ে প্রায় ২৭ শতাংশ বেশি। রেমিট্যান্সের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি এনেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সাহায্য করছে।