বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল দুর্বল ৫ শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

কিউবা মিশেলের অভিষেক; সানডের গোলে এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে কিংস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে এএফসি চ্যালেঞ্জ লীগের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের রেকর্ড লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে কিংস। তৃতীয় মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি হয় ডরিয়েলটনের ব্যর্থ বাইসাইকেল কিকে। তবে ষষ্ঠ মিনিটে সুযোগটি আর হাতছাড়া করেনি কিংস। মঙ্গলবার রাতে কাতারের দোহার সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে একমাত্র গোলটি আসে ষষ্ঠ মিনিটেই। কর্নার থেকে উড়ে আসা বলে শট নেন তপু বর্মন। জটলার মধ্যে ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন সানডে।

এরপর একের পর এক আক্রমণে ম্যাচে প্রাধান্য দেখায় কিংস। বিশেষ করে গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবনের অসাধারণ সেভ বারবার রক্ষা করেছে দলকে। প্রথমার্ধে আল কারামাহ একাধিকবার গোলের সুযোগ পেলেও সফল হয়নি কিংসের রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায়।

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে সোহেল রানার পরিবর্তে মাঠে নামেন এই মৌসুমে আবাহনী থেকে আসা মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। ৬৫ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, সান্ডারল্যান্ডের সাবেক ফুটবলার কিউবা মিচেল অভিষেক ম্যাচে নামেন কিংসের জার্সিতে।

ম্যাচের শেষভাগে আল কারামাহ সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। বিশেষ করে ৮০ মিনিটে জাকারিয়ার হেডে গোল নিশ্চিত মনে হলেও, দুর্দান্ত ফিস্টে সেভ করেন শ্রাবন। শেষদিকে রাকিব হোসেন এবং কিউবার দুর্দান্ত প্রচেষ্টা প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ালেও ব্যবধান আর বাড়েনি।

আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব। এতে বাংলাদেশের একমাত্র ক্লাব হিসেবে অংশগ্রহণ করবে বসুন্ধরা কিংস ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর