বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলসের বিধ্বংসী বোলিংয়ে ত্রিনিদাদে পাকিস্তানকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়ে ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা ৫০ ওভারে ছয় উইকেটে তোলে ২৯৪ রান। জবাবে পাকিস্তান মাত্র ৯২ রানে গুটিয়ে যায়।

পেসার সিলস প্রথম স্পেলে ফিরিয়ে দেন সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানকে। এরপর বাবর আজমকে ৯ রানে এলবিডব্লিউ করে পাকিস্তানের ব্যাটিং ধস নামান তিনি। শেষ দিকে হাসান আলি ও নাসিম শাহকে আউট করে ক্যারিয়ারসেরা (১৮ রানে ৬ উইকেট) বোলিং ফিগার নিয়ে ম্যাচ শেষ করেন।

বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি নেন দুটি উইকেট। শেষ ব্যাটার আবরার আহমেদকে রানআউট করে জয় নিশ্চিত করেন রোস্টন চেজ।

এর আগে টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে অধিনায়ক শাই হোপ ও রোস্টন চেজের জুটি দলকে উদ্ধার করে। চেজ ফেরার পর শেষের ৮.১ ওভারে হোপ ও জাস্টিন গ্রিভস মিলে তুলেন ১১০ রান।

হোপ ১০ চার ও ৫ ছক্কায় ১২০ রানে অপরাজিত থাকেন। এটি তার ওয়ানডেতে ১৮তম সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় এখন তার ওপরে কেবল ব্রায়ান লারা ও ক্রিস গেইল। গ্রিভস ২৪ বলে অপরাজিত ৪৩ রান করেন।

উল্লেখ্য, ১৯৯১ সালের পর এটাই পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে সিরিজ জয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর