দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হি-কে গ্রেফতার করা হয়েছে। শেয়ারবাজারে কারসাজি ও ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এএফপি এ খবর জানায়।
সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ৫২ বছর বয়সী কিম কিওন হি-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য প্রসিকিউটরদের আবেদন করার কয়েক ঘন্টা পরেই তাকে গ্রেফতার করা হয়।
প্রমাণ নষ্ট করার ঝুঁকির কথা উল্লেখ করে প্রসিকিউটররা কিমের কথিত ‘বেআইনি কাজ’ তুলে ধরে ৮৪৮ পৃষ্ঠার মতামত জমা দেওয়ার পর আদালত পরোয়ানা মঞ্জুর করে।
এই গ্রেফতারের ফলে, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি উভয়কেই কারাগারে পাঠানো হল। কিমের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, পুঁজিবাজার এবং আর্থিক বিনিয়োগ আইন লঙ্ঘনের পাশাপাশি রাজনৈতিক তহবিল আইন।