আজ মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন সুজনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন।
তিনি জানান, চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ৪০টি প্রশ্নে ১ হাজার ৩৭৩ জন নাগরিকের মতামত গ্রহণ করা হয়। পাশাপাশি আয়োজিত হয় ১৫টি নাগরিক সংলাপ।
জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ ব্যক্তি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের পক্ষে মত দিয়েছেন। ৬৩ শতাংশ নারী সংরক্ষিত আসনে ঘূর্ণায়মান পদ্ধতির পক্ষে মত দেন। এছাড়া, বিরোধী দল থেকে নিম্নকক্ষে ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে ৮৬ শতাংশ এবং উচ্চকক্ষে একই দাবি জানিয়েছেন ৮২ শতাংশ অংশগ্রহণকারী।