বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অপারেশনের পর এখন অনেকটা সুস্থ আছেন। তাই তাকে ইউনাইটেড হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। এরপর ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসার উদ্দেশে রওনা হন জামায়াত আমির। এই সময় রাস্তার দু’পাশে দলের নেতাকর্মীরা হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সে দিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।
ওই ঘটনার পর দুই দিনের বিশ্রাম শেষে তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে গত ৩০ আগস্ট হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়ে।