জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম অভিযোগ করে বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন। গণমাধ্যমকে ব্যবহার করে দেশে তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করতে অনেক অপশক্তি কাজ করছে।
আজ রোববার (১০ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক আরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে, এনসিপি সম্পর্কিত যখনই কিছু একটা আসছে, সেটা খবরের পাতায় সাতদিন ধরে থাকে। কিন্তু এমনটা অন্যদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। গুরুতর অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো মিডিয়ায় আসছে না।’
তারিকুল ইসলাম বলেন, কক্সবাজারের একটা ইস্যু সামনে এনে সেখানে মিথ্যাচার করা হলো। বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যম প্রচার করা হলো যে, সেখানে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির নেতারা আছেন। তাদের বৈঠক হয়েছে বলেও প্রচার করা হলো। অনেকে এটা বিশ্বাসও করেছে। এটা একটি ভিন্ন বার্তা দেয়, অবিশ্বাসের জন্ম দেয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আগামী ১২ আগস্ট রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘জাতীয় যুব সম্মেলন’ করবে যুবশক্তি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।