ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে লাল-সবুজের বাঘিনীরা।লাওস ও তিমুর লেস্তেকে উড়িয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ। হারের পরও সেরা তিন গ্রুপ রানার্সআপের একজন হওয়ায় প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অপর ম্যাচে চীনের কাছে লেবানন ৮-০ গোলে হেরে যাওয়ায় চূড়ান্ত পর্ব নিশ্চিত হয় বাংলাদেশের।
এশিয়ার ৩৩টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলেছে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব। বাংলাদেশ ‘এইচ’ গ্রুপে। বাছাইপর্বে বলে দেওয়া হয়, আট গ্রুপের সেরা আট দলের সঙ্গে সেরা তিন গ্রুপ রানার্স আপ দলও পাবে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার সুযোগ। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও সেরা তিন গ্রুপ রানার্স আপ দলের একটি হয়ে মূলপর্বে পৌঁছে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল।
কিছুদিন আগেই মিয়ানমার, তুর্কেমেনিস্তান ও বাহরাইনকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তাতে র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে আসে পিটার বাটলারের দল। এবার সিনিয়রদের দেখানো পথে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বেও জায়গা করে নিল বাংলাদেশ।
আজ দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলেও প্রথম গোলটি দিয়েছিল বাংলাদেশই। দলকে এগিয়ে নিয়েছিলেন তৃষ্ণা রানী সরকার। ২০ মিনিটের মাথায়ই গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। গোল দেন লি হাউন। প্রথমার্ধে আর গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে আরও ৫ গোল দেয় কোরিয়ানরা। হ্যাটট্রিক করেন লি হাউন। জোড়া গোল দেন অধিনায়ক চো হাইওং। এর আগে প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে ও দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৮-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।