ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।শুক্রবার(৮ আগস্ট) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাতের সসময় তিনি এই কথা বলেন।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
যুক্তরাজ্য জানিয়েছে, ইসরায়েল নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করলে তারা সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পথে হাঁটেননি এবং মনে করেন যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা।
ল্যামির পাশে দাঁড়িয়ে ভ্যান্স বলেন, ‘যুক্তরাজ্য তাদের সিদ্ধান্ত নেবে। আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সেখানে কার্যকর কোনো সরকার নেই—এই অবস্থায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রকৃত অর্থ কী হবে, আমি তা জানি না।’