বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

পদত্যাগ করলেন বৃটিশ মন্ত্রী রুশনারা আলী

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন

নিজের মালিকানাধীন একটি বাড়ির ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানোর খবর প্রকাশ হওয়ায় বৃহস্পতিবার(৭ আগস্ট) বৃটেনের গৃহহীনবিষয়ক মন্ত্রী রুশনারা আলী সরকার থেকে পদত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের কাছে লেখা পদত্যাগপত্রে লেবার সরকারের গৃহহীনবিষয়ক আন্ডার-সেক্রেটারি রুশনারা আলী বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনার কাছে মন্ত্রিত্ব থেকে আমার পদত্যাগপত্র পেশ করছি।’

একদিন আগে ‘আই-পেপার’ দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, রুশনারা আলী তাঁর লন্ডনের বাড়ির চার ভাড়াটিয়াকে চার মাসের মধ্যে বাসা খালি করতে বলেছিলেন। এরপর কয়েক সপ্তাহ পরেই তিনি বাড়িটি নতুন করে ভাড়া দেন, যেখানে মাসিক ভাড়া ৭০০ পাউন্ডের (৯৪০ ডলার) বেশি বাড়ানো হয়েছিল।

এ ঘটনার পর গৃহহীনতা নিয়ে কাজ করা বেশ কয়েকটি সংস্থা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা ৫০ বছর বয়সী এই মন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত রুশনারা আলীর পদত্যাগপত্রে বলা হয়, ‘সাম্প্রতিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমি জানাতে চাই যে আমি সব সময় প্রাসঙ্গিক সব আইনি বাধ্যবাধকতা অনুসরণ করেছি। আমি বিশ্বাস করি, আমি আমার দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেছি এবং তথ্যপ্রমাণও তা-ই প্রমাণ করে।’

তিনি আরও বলেন, ‘তবে এটা স্পষ্ট যে আমার পদে থাকা সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজ থেকে মনোযোগ সরিয়ে দেবে।’

জবাবে প্রধানমন্ত্রী স্টারমার আবাসন মন্ত্রণালয়ে রুশনারা আলীর ‘সতর্ক কাজের’ জন্য তাঁকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘ভ্যাগ্র্যান্সি অ্যাক্ট বাতিল করার জন্য আপনার প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর