২০২৫ এর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জুলাই ঘোষণাপত্র নিয়ে খুশি নন তাঁরা ।
আজ বুধবার (৬ আগস্ট) রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মাদ তাহের এ কথা জানান। নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠুভাবে ভোট আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দলের নায়েবে আমির জানান, প্রধান উপদেষ্টা সব দলের সাথে আলাপ করে ভোটের তারিখ ঘোষণা না করে একটি দলের সাথে বৈঠক করে তারিখ ঘোষণা করলেন। এটা জুলাই রাজনীতির পরিপন্থি। এসময় নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিও জানান তিনি।
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মাদ তাহের বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে। ভোটের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
এদিকে জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জনগণ এতে হতাশ হয়েছে। এছাড়াও পরবর্তী সরকারের হাতে জুলাই ঘোষণা বাস্তবায়নের দায়িত্ব দেয়া জুলাই চেতনার পরিপন্থি বলেও মনে করেন তিনি।
এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হবে, যেন রমজানের আগেই ভোটগ্রহণের ব্যবস্থা করা যায়।