ইসরাইলি বাহিনীর বন্দুকযুদ্ধ এবং বিমান হামলায় গাজায় শুক্রবার(১ আগস্ট) কমপক্ষে ২২ জন নিহত এবং অগণিত আহত হয়েছে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে আটজন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি অঞ্চলে খাদ্য সহায়তা সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।
গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তারা এএফপিকে জানিয়েছে, প্রতিটি ঘটনার নির্দিষ্ট সমন্বয় ছাড়া তারা কোনও ঘটনা নিশ্চিত করতে পারেনি।