বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ৩জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

যুদ্ধবিরতি ভঙ্গ করে শনিবার(২৬ জুলাই) দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী। এতে কমপক্ষে তিনজন নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনীর দাবী, হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ জঙ্গি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, টায়ার জেলায় একটি যানবাহন লক্ষ্য করে চালানো ইসরাইলি ড্রোন হামলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সীমান্তের কাছে বিন্ত জাবেইল এলাকায় ‘সন্ত্রাসী সংগঠন পুনর্গঠনের প্রচেষ্টায়’ জড়িত এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে।

তবে, হামলাটি কোথায় ঘটেছে তা নির্দিষ্ট করে জানায়নি।

এর কিছুক্ষণ পর বৈরুতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেবাল শহরের টায়ার জেলায় আরেকটি হামলায় দু’জন নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, হামলাটি একটি বাড়ি লক্ষ্য করে করা হয়।

হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে ২০২৪ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু, তারপরও হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।

ইরান-সমর্থিত গোষ্ঠীটিকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে বলে সতর্ক করেছে ইসরাইল।

চুক্তির শর্ত অনুযায়ী, হিজবুল্লাহকে ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) উত্তরে লিতানি নদীর ওপারে সরে যেতে হবে। ওই অঞ্চলে সশস্ত্র বাহিনীর হিসেবে দায়িত্ব পালন করবে লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরা।

অন্যদিকে, ইসরাইলকেও লেবানন থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু দেশটি পাঁচটি কৌশলগত এলাকায় এখনো সেনা মোতায়েন করে রেখেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর