শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

দেশের সাধারণ মানুষ সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা চায় : মির্জা ফখরুল

বাসস মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন

দেশের সাধারণ জনগণ রাজনীতিতে সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘দেশের মানুষ উপরে উঠতে চায়, দেশের উন্নতি চায় এবং সত্যিকার অর্থে একটি সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা চায়। যার মাধ্যমে সকল বিষয়ে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।’

শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকায়, সরকার গঠন করতে পারলে আমরা এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।’

দেশের চলমান সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে অনেকেই সংস্কার নিয়ে কথা বলছে। কিন্তু  আমরা অনেক আগে থেকেই সংস্কারের কথা বলে আসছি। ২০১৬ সালে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সর্বপ্রথম ভিশন ২০৩০ ঘোষণা করেছি। এরপর ২০২২ সালে তারেক রহমান ৩১ দফা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি অত্যন্ত সচেতনভাবে জনগণের যা প্রয়োজন এবং যুগের সাথে তাল মিলিয়ে রাষ্ট্রকাঠামোতে যে যে পরিবর্তন আনা দরকার তার পক্ষে কথা বলেছে।’

এসময় গণঅভ্যুত্থানের ঐক্যের মাধ্যমে সকল সমস্যা সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মধ্যে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে বজায় রেখে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি, যদি আমাদের চিন্তার ঐক্য থাকে তাহলে নি:সন্দেহে সফল হবো।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সেমিনারে জাতীয় রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর