বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশিসহ ২২৫ জন অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন

মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাংয়ে অবস্থিত বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রক্রিয়াকরণ ও নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ৮৪ বাংলাদেশিসহ ২২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির দেশটির জোহর অভিবাসন বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) জোহর ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, প্রশ্নবিদ্ধ স্থানে বৈধ পারমিট ছাড়া বিদেশিরা কাজ করছে বলে জনসাধারণের তথ্য পাওয়ার পর মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ৬৬৪ জন স্থানীয় ও বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই বাছাই শেষে ২২৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ১৩৩ চীনা, ৮৪ বাংলাদেশি এবং দুজন করে ইন্দোনেশিয়ান, পাকিস্তানি ও নেপালের নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স ২১ থেকে ৬৩ বছরের মধ্যে। এছাড়াও প্রকল্পের ব্যবস্থাপক ও মানবসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় একজন পুরুষ ও একজন নারীকেও আটক করা হয়েছে।

আটককৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(সি) ধারা (বৈধ পাস বা অনুমতি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থান), এবং ১৫(১)(সি) ধারা (পাস বা অনুমতি মেয়াদোত্তীর্ণ বা বাতিল হওয়ার পর মালয়েশিয়ায় অবস্থান) এর অধীনে তদন্ত চলছে।

রুসদি আরও বলেন, আটকদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ১১(৭)(এ) ধারা (সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহার) এবং ৩৯(বি) ধারা (পাসের শর্ত লঙ্ঘন) এর অধীনেও তদন্ত করা হচ্ছে।

আটককৃত দুই স্থানীয় নাগরিককে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫৬(১)(ডি) ধারার (বিদেশি নাগরিকদের আশ্রয় দেয়া) অধীনে তদন্ত করা হচ্ছে।

এদিকে, অভিযান চলাকালীন ছয়জন জনকে জিজ্ঞাসাবাদে সহায়তা করার জন্য এনফোর্সমেন্ট ডিভিশন অফিসে উপস্থিত হওয়ার নোটিশ দেয়া হয়েছে।-নিউজ২৪


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর