বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

আইসিসি টি-২০ র‍্যাংকিংয়ে সেরা দশে মুস্তাফিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে চলতি টি-২০ সিরিজে বাংলাদেশের টানা দুই জয়ে বড় ভূমিকা রেখে আইসিসি র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সেরা দশে ফিরেছেন অভিজ্ঞ এই বাঁহাতি পেসার। র‍্যাংকিংয়ে ৯ নম্বরে অবস্থান করছেন তিনি।

আজ বুধবার (২৩ জুলাই) পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তথ্য  প্রকাশ করে আইসিসি।

বাংলাদেশের শুধু মুস্তাফিজ নন, দলের অন্য তরুণদের পারফরম্যান্সেও র‍্যাংকিংয়ে  পরিবর্তন এসেছে। পেসার তানজিম হাসান সাকিব এগিয়েছেন ৯ ধাপ, এখন তার অবস্থান ৩৭তম। অন্যদিকে ৯ ধাপ এগিয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদীও, যিনি উঠে এসেছেন বোলারদের র‍্যাংকিংয়ের ১৬ নম্বরে।

পিছিয়ে নেই বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। ১৪ ধাপ এগিয়ে তিনি এখন বোলারদের তালিকায় ৪৩তম স্থানে। এছাড়া একধাপ এগিয়ে তাসকিন আহমেদ আছেন র‍্যাংকিংয়ের ২৭তম স্থানে।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং র‍্যাংকিংয়েও বাংলাদেশের তরুণ ব্যাটারদের অগ্রগতি চোখে পড়েছে। উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম গত কয়েক ম্যাচে ধারাবাহিকভাবে ভালো খেলে উঠে এসেছেন ৩৭ নম্বরে। যেখানে তার উন্নতি এসেছে ১৮ ধাপ।

তাওহীদ হৃদয়ও উন্নতি করেছেন। দুই ধাপ এগিয়ে এখন ৩৯তম স্থানে অবস্থান করছেন তিনি। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী ১৭ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৫৩তম স্থানে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের সঙ্গে। এটিও তার ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান। এখন পর্যন্ত কম ম্যাচ খেলা জাকেরের জন্য এটি বড় এক স্বীকৃতি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর