ভিয়েতনামের হা লং উপসাগরে ঝোড়ো আবহাওয়ার মধ্যে শনিবার পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে ৫৩ জন আরোহী নিয়ে নৌকাটি উল্টে যায়। রয়টার্স ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, এ সময় উপসাগরের ওই এলাকাটিতে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি ভারি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল।
হ্যানয় থেকে এএফপি জানায়, ভিএনএক্সপ্রেস নিউজ সাইটের এক প্রতিবেদনে বলা হয়, ১৯ জুলাই বিকেলে ‘ওয়ান্ডার সি’ নামের পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়। এতে ৫৩ জন আরোহী ছিল। সীমান্ত রক্ষীরা ১২ জনকে জীবিত এবং ৩৪ জনের মরদেহ উদ্ধার করেছে।