বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে ব্যাটিংয়ের কারণে। যার দায়ভার পড়েছে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ এবং ব্যাটিং কোচ হিসেবে কাজ করা মোহাম্মদ সালাউদ্দিনের ওপর।
গেল বছরের নভেম্বরে এই দায়িত্ব পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছিল তার প্রথম অ্যাসাইনমেন্ট। সেই সফরে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ না থাকায় ব্যাটারদের নিয়ে কাজ করার দায়িত্বও পড়ে তার ওপর। এরপর থেকে চলমান শ্রীলংকা সিরিজেও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজের শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। সেখানে তিনি উত্তর দেন তাকে নিয়ে নানা সমালোচনার।
তিনি বলেন, বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না। যদি ভালো না করি সমালোচনা হবেই। ভালো করলে সবাই বাহবা দিবে। আমি দলের জন্য শতভাগ দিচ্ছি কিনা, সৎ কিনা—সেটা মুখ্য বিষয়।
সেখানে নিজের অবস্থান ব্যাখ্যা করে সালাউদ্দিন বলেন, ‘দেখুন, আমি যদি কালকে থার্টিনে কোচিং করতে যাই, তাতেও আমার আপত্তি নেই। আমার কোথাও লেখা নেই যে আমি শুধু জাতীয় দলের কোচ। তাই এটা নিয়ে আমার কোনো ইগো নেই, আমি চিন্তিতও না।’
নিজের দায়বদ্ধতার কথা জানিয়ে তিনি যোগ করেন, ‘আমি আমার জায়গা থেকে শতভাগ দিচ্ছি কি না, সৎ কি না— সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। যদি ভালো না করি, তাহলে বোর্ড আমাকে সরিয়ে দেবে।’
চাকরি নিয়ে ব্যক্তিগত কোনো চাপে নেই বলেও জানান সালাউদ্দিন, ‘আমি মানসিকভাবে শক্ত। অনেকে হয়তো এসব চাপ নিতে পারে না, ভেঙে পড়ে। আর এমনও না যে আমাকে এই চাকরি করতেই হবে। আমার করার মতো অনেক কিছু আছে। আমি নিজে চেয়ে এই দায়িত্ব নেইনি। কেউ এসে আমাকে বলেছে, আপনি দায়িত্ব নেন।’