রাজধানী পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় করা মামলায়, আসামিদের পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট। এ ছাড়া অন্য আইনজীবীদেরও আসামিদের পক্ষে না দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই) ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক মো. খোরশেদ আলম লিখিত বক্তব্য পড়ে শোনান।
হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, অনতিবিলম্বে সব আসামির দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের কোনো সদস্য সোহাগ হত্যা মামলায় আসামি পক্ষে মামলা পরিচালনা করবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য আসামিদের পক্ষে যেন কোনো আইনজীবী না দাড়ায় সেই আহ্বানও জানাচ্ছি।
মিটফোর্ড হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে স্পষ্টভাবে সবকিছু দেখার পরও কোনো এক অজ্ঞাত কারণে সমস্ত দায়ভার বিএনপির ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।