বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

১৩০০ কর্মীকে ছাঁটাই করলো ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট গতকাল শুক্রবার ১ হাজার ৩০০-এর বেশি কর্মীকে ছাঁটাই করেছে, যা ট্রাম্প প্রশাসনের একটি বড় ধরনের পুনর্গঠন পরিকল্পনার অংশ। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ আমেরিকার বৈশ্বিক নেতৃত্ব ও বিদেশে হুমকি মোকাবেলার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের। 

একজন ঊর্ধ্বতন স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দেশে নিযুক্ত ১ হাজার ১০৭ জন বেসামরিক কর্মচারী এবং ২৪৬ জন বিদেশি সেবা কর্মকর্তাকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদগুলো ‘বিলুপ্ত’ করা হয়েছে এবং কর্মীদের বিকেল ৫টার মধ্যে স্টেট ডিপার্টমেন্ট সদর দপ্তরে প্রবেশাধিকার ও ইমেইল এবং শেয়ারড ড্রাইভ ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হবে। অ্যাসোসিয়েটেড প্রেস একটি নোটিশের কপি সংগ্রহ করেছে।

যখন ছাঁটাই হওয়া কর্মীরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন, তখন প্রাক্তন সহকর্মী, রাষ্ট্রদূত, কংগ্রেসের সদস্য এবং অন্যান্যরা বাইরে প্রতিবাদ জানাতে জড়ো হন। ‘আমেরিকার কূটনীতিকদের ধন্যবাদ’ এবং ‘আমরা সবাই আরো ভালো কিছুর যোগ্য’— এমন লেখা প্ল্যাকার্ড হাতে তারা উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় দাঁড়িয়েছিলেন।

তারা এই ছাঁটাইয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ক্ষতির বিষয়টি তুলে ধরেন এবং পররাষ্ট্র সেবায় নিয়োজিতদের ব্যক্তিগত ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন।

২০১১ সালে ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন শেষে অবসর নেওয়া স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা অ্যান বোডিন বলেন, আমরা ইউনিফর্ম পরা সেনা সদস্যদের কথা বলি; কিন্তু পররাষ্ট্র সেবা কর্মকর্তারাও একটি শপথ নেন, যেমনটা সামরিক কর্মকর্তারা নেন। যারা ‘আমেরিকা ফার্স্ট’ আদর্শে বিশ্বাস করেন এবং দেশের সেবা করেছেন, তাদের সঙ্গে এমন ব্যবহার করা ঠিক নয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর