বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

তারকা খেলোয়াড়দের ছাড়াই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন

আগামী ২০ জুলাই থেকে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে  তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের এই দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান এবং হারিস রউফ।

মূলত বাবর, রিজওয়ান ও আফ্রিদিকে বিশ্রামে রাখা হয়েছে। তরুণদের আরও বেশি সুযোগ দিতে এ দুটি সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বিবেচনার বাইরে রেখেছেন  পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন ও নির্বাচকদের প্যানেল।

এদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটে চলমান মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) বাকি অংশ থেকে ছিটকে গেছেন হারিস রউফ। একই চোটে বাংলাদেশ সফরেও আসা হচ্ছে না তার। জানা গেছে, গ্রেড-ওয়ান হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন হারিস।

এছাড়া, গত বাংলাদেশ সিরিজের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন শাদাব খান। তারকা এই অলরাউন্ডারের কাঁধের চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি। যার কারণে কাঁধের অস্ত্রোপচার করাতে ইংল্যান্ডে যেতে পারেন ডানহাতি এই লেগ স্পিনার। এই কারণে বাংলাদেশ সিরিজে নেই তিনি।

কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিরিজের সূচি প্রকাশ করেছে। সবকিছু ঠিক থাকলে ১৬ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই।

সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। এই সিরিজের সব ম্যাচই মাঠে গড়াবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো। সিরিজ শেষে ২৫ জুলাই দেশে ফিরবে পাকিস্তানের ক্রিকেটাররা।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : সালমান আলী আঘা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, খুশদিল শাহ, ফখর জামান, হাসান নওয়াজ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর