নেইমারের ঘরে এখন চার সন্তান, চতুর্থবারের মতো বাবা হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সন্তান জন্মের সময়ে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির পাশে থাকতে সান্তোস থেকে ছুটি নিয়েছেন নেইমার জুনিয়র। এক ছেলে ও তিন মেয়ে নেইমার জুনিয়রের, ব্রুনা বিয়ানকার্দি ও নেইমার জুটির দ্বিতীয় সন্তান সদ্য জন্ম নেয়া মেল। এর আগে ২০২৩ সালে নেইমারের আরেক মেয়ে মাভির মা হন ব্রুনা বিয়ানকার্দি।
পাঁচ জুলাই মেল জন্ম নেয়ার পর কোলে নিয়ে ছবি তোলেন নেইমার, সেই ছবি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করে মেয়ের জন্য শুভকামনা জানিয়েছেন মেলের মা ব্রুনা বিয়ানকার্দি।
জাতীয় দল ও ক্লাব ফুটবলের খেলা না থাকায় সন্তানদের সাথেই সময় কাটছে নেইমার জুনিয়রের। ইনফ্লুয়েন্সার, স্টাইল আইকন ব্রুনো বিয়ানকার্ডি এর আগে নেইমারের সন্তানের মা হয়েছে।

২০১৩ সালে কন্যা মাভিকে জন্ম দিয়েছিলেন ব্রুনো। তবে মাভি ছিল নেইমারের দ্বিতীয় সন্তান। নেইমারের প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাস জন্ম দিয়েছিলেন নেইমারের প্রথম সন্তানের।
ছেলে দাভি লুকার ২০১১ সালে জন্মেছিলেন। সেই প্রেম এর পরে আর টেকেনি। তবে ছেলে দাভি এখনও নেইমারের সঙ্গেই থাকে।
মাঝে ব্রুনোর সঙ্গে সাময়িক বিচ্ছেদের সময় ২০২৪ সালে ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির কোলেও এসেছে নেইমারের আর এক কন্যা- হেলেনা। এবার নেইমারের চতুর্থ সন্তান হলেন মেল।
সন্তান জন্মের সময়ে ব্রুনোর পাশে ছিলেন নেইমার। তার জন্য তিনি ক্লাব সান্তোসের থেকে ছুটি নিয়েছিলেন। ছোট্ট মেলের জন্মের খবর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন মা ব্রুনো।
তিনি লিখেছেন, আমাদের মেল এসেছে। আমাদের জীবন এখন আরও সুন্দর হয়ে উঠেছে। প্রিয় কন্যাকে স্বাগত! ঈশ্বররের আশীর্বাদ থাকুক তোমার জীবনে, সব খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!
এই খবর প্রকাশ্যে আসার পরেই শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছে নেইমারের পুরো পরিবার। এদিকে জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নেইমার সম্প্রতি চলতি বছরের শেষ পর্যন্ত তার চুক্তি নবীকরণ করেছেন। বছর শেষেই বোঝা যাবে, ২০২৬ বিশ্বকাপের আগে তিনি নতুন কোনো ক্লাবে যাবেন কি না!-৭১ অনলাইন